দিনাজপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায়
তহসীলদার ও অফিস সহকারী নিহত
=================================
চন্দন মিত্র দিনাজপুরঃ
================দিনাজপুরে মর্মন্তিক সড়ক দূর্ঘটনায় ফুলবাড়ী ১নংএলুয়ারি ইউনিয়ন ভুমি অফিসের সহকারি তহসীলদার মোঃ বাবুল হোসেন৫৫) ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সোহান( ২৮)মৃত্যুবরন করে।সম্পর্কে তারা মামা ভাগিনা।
২৬এপ্রিল সকাল পৌনে দশটায় দিনাজপুর শহরের চুনিয়াপাড়া এলাকায় বিসমিল্লা পরিবহনের যাত্রীবাহী বাসের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের সিনিয়র কর্মকর্তা মোঃতানজীন বিষয়টি নিশ্চিত করে বলেন দিনাজপুল থেকে ফুলবাড়ীগামী একটি বাস চুনিয়াপাড়া এলাকায় পৌছলে সেখানে ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফুলবাড়ী ১নং এলুয়ারি ইউনিয়নের সহকারী তহসীলদার ভুমি ও দিনাজপুর রামনগর এলাকার বাসিন্দা মোঃ বাবুল হোসেন ও কম্পিউটার অপারেটর মোঃ সোহানের মৃত্যু হয়।ঘাতক বাসটিকে স্থানীয় জনতা আটক করে।
No comments:
Post a Comment