তাং-১২-১২-২৩ ইং
বরাবর,
ডি,জি,এম স্যার(সেলস এন্ড মার্কেটিং).
আবুল খায়ের এন্ড কোম্পানি
ডি,টি,রোড পাহাড়তলী চট্টগ্রাম।
বিষয়:মেয়াদ উর্ত্তীর্ণ পণ্যের সেলস রির্টান প্রসঙ্গে।
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার সদয় অবগতি ও কার্যকরী ব্যাবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, আমার দিনাজপুর টেরিটোরির বিভিন্ন ডিবি পয়েন্টে সেলস রিটার্ন পন্যের মধ্যে কিছু পরিমাণ মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য আছে। উক্ত পণ্য গুলো এবারের মতো সেলস রিটার্ন হিসাবে নেওয়ার জন্য অনুরোধ করছি। পরবর্তীতে মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য সেলস রির্টান করলে তার দায়িত্ব আমি নিবো।যে সকল ডিবিতে মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য আছে তা নিম্ন উল্লেখ করা হলো:
১)আনারুল ট্রেডার্স কোড:(১৯১০৪২).
২)গৌর স্টোর কোড:(৪০০৯৮).
৩)তৈয়ব স্টোর কোড:(৪০৬৫৭)
৪)হালিম স্টোর কোড:(৪০৬৫২).
৫)তারেক স্টোর কোড:(২০৩০২৭)
৬)ভাই বোন ট্রেডার্স কোড:(২০৮২০৬)
অতএব মহোদর নিকট সবিনয় নিবেদন উক্ত বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার একান্ত মর্জি কামনা করছি।
নিবেদক,
মোঃশরীফুল ইসলাম
টি এস ও-
দিনাজপুর।
No comments:
Post a Comment