Sunday, February 18, 2024

Joking Letters.
তারিখ:- ১৮/০২/২০২৪ ইং
বরাবর,
আর.এস.ও স্যার
আবুল খায়ের এন্ড কোম্পানী
দিনাজপুর -  রিজিয়ন,
রংপুর - ডিভিশন  ।

বিষয় :- কাজে যোগদানের প্রসঙ্গে ।

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে , আমি এ কে এম গোলাম জাকারিয়া  টেরিটরি সেলস অফিসার দিনাজপুর   টেরিটরি, দিনাজপুর   রিজিয়ন, রংপুর   ডিভিশন । আমি ০৯/০৯/২০২২ ইং থেকে  টেরিটরি অফিসার হিসেবে দায়িত্বরত অবস্থায় ছিলাম । ম্যানেজম্যান্ট এর সিদ্ধান্ত মোতাবেক আমাকে দিনাজপুর    টেরিটরিতে বদলি করা হয়েছে। তাই আমি ১৮/০১/২০২৪ ইং রোজ রোববার   থেকে উক্ত টেরিটরিতে কাজে যোগদান করি ।

অতএব , মহোদয় নিকট আকুল আবেদন এই যে , আমাকে উক্ত টেরিটরিতে কাজে যোগদান পত্রটি গ্ৰহন করে কাজে যোগদানে সুযোগ দিলে আপনার নিকট বাধিত থাকবো ।

বিনীত নিবেদক



এ কে এম গোলাম জাকারিয়া। 
টেরিটরি সেলস অফিসার
দিনাজপুর  - টেরিটরি,
দিনাজপুর  - রিজিয়ন,
রংপুর - ডিভিশন।

অনুলিপি :
১.ডি.এম.আই স্যার,
২.মানব সম্পদ     বিভাগ। 

No comments:

Post a Comment

Your ebook bargains for Monday

Deals on The Pillars of the Earth, The In-Between, My Missing Sister, A Killable Feast, The Mechanic, and 44 others.   View Deals on Site Y...