শব্দার্থ লিখি
১) আহরণ
২) তৃণলতা
৩) সঞ্চয়
৪) খাদ্য
৫) বুনি বানা
শূণ্যস্থান পূরন কর
১) ডালিমকুমার সাত সাগর তেরো নদী পার হলো ।
২) কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেলল ভ্রমরটাকে ।
৩) জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই ।
৪) ছেলেহারা শত মায়ের অশ্রু - গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
৫) ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে।
৬) শীতের সপ্তায় চাই খাদ্য খুঁজিতেছি তাই।
প্রশ্নের উত্তর দাও যেকেনো ৫টি
১) মৌমাছি কেন বোনা যায় ?
২) ছোট পাখির তৃণলতা দিয়ে কি বানাবে ?
৩) একুশের গান কবিতাটি কে লিখেছেন ?
৪) রাক্ষসের প্রাণ কোথায় আছে ?
৫) রাজপুত্র কোথায় ঘুমিয়ে পড়ল ?
৬) তপু কি কাজ করতে চাইল ?
যুক্তবর্ণ ভেঙে দেখাও
১) র্চ
২) ম্র
৩) ত্ন
৪) ত্ব
৫) দ্ব
কবিতা লিখো
১) কাজের আনন্দ
বাক্য তৈরি কর
১) বাঁশ
২) মৌমাছি
৩) রাজকন্যা
৪) বাজার
৫) ফুল
No comments:
Post a Comment