তাং ৩১/০৭/২০২৪ ইং
বরাবর,
মাননীয় ডিজিএম স্যার (সেলস এন্ড মার্কেটিং)
আবুল খায়ের এন্ড কোম্পানি
ডি.টি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম।
*বিষয়ঃ পুরাতন পরিবেশক বাদ দেওয়া প্রসঙ্গে।*
জনাব,
স্যার আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানাচ্ছি যে, আমার রংপুর ডিভিশনের দিনাজপুর রিজিওনের নীলফামারী টেরিটোরির পরিবেশক মেসার্স সুভাষ ষ্টোর , ডিবি কোড:- ২১৬৫৭৬, নীলফামারী সদর এরিয়া , নীলফামারী।
যে কারণে পরিবেশক বাদ দেওয়া হচ্ছে এবং উনি অব্যাহতি নিয়েছে তা নিম্নে দেওয়া হলো:-
১) ডেলিভারির সমস্যা গত ৩ মাস যাবত।
২) গত ৩ মাসে ওনার পয়েন্ট এ DSR থাকে না। এ পর্যন্ত ৪/৫ জন DSR পরিবর্তন করেছে।
৩) আমাদের কোম্পানির SR দ্বারা অধিকাংশ সময় ডেলিভারি দেওয়া হয়।
৪) বর্তমানে ওনার পয়েন্ট ১ মাস যাবত সঠিকভাবে DSR দ্বারা ডেলিভারি হচ্ছে না। ।
৫) পরিবেশকের ফ্লোর স্টোক জনিত সমস্যা।
৬) ডেলিভারি সঠিক সময়ে দেয় না,পয়েন্ট থেকে ১১-১২ টায় ডেলিভারি বের হয়।
৬) এস, আরের সাথে খারাপ আচরন করে প্রায়ই।
৭) সেলসের টাকা সময়মত অনলাইন না করা।
৮) বেশিরভাগ সময় ওনার গোডাউনে আমাদের প্রোডাক্ট শর্ট থাকে।
৮) পরিবেশকের উক্ত সমস্যা নিয়ে, উনাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয় ২ বার। কিন্তু কোন লিখিত জবাব উনি দেননি এবং সমস্যাগুলো সমাধান করে নাই।
৯) মাননীয় উইং ম্যানেজার,ডিএমও,আরএসও এবং টিএসও সহ গত ২৯/০৬/২৪ ইং তারিখে বৈঠক হয়। বৈঠক এর সিদ্ধান্তগুলো আজ পর্যন্ত ওনি সমাধান করে নাই। পরিশেষে, ওনি গত ২৮/০৭/২৪ ইং তারিখে নিজেই ব্যবসা থেকে অব্যাহতি নেয়।
ধন্যবাদ৷
No comments:
Post a Comment