Tuesday, July 30, 2024

তারিখঃ ৩১/০৭/২০২৪ইং
বরাবর, 
মাননীয় ডিজিএম স্যার (সেলস এন্ড মার্কেটিং)
আবুল খায়ের এন্ড কোম্পানি 
ডি.টি রোড, পাহাড়তলী, চট্রগ্রাম।

বিষয়ঃ নীলফামারী সদর এলাকায় নতুন পরিবেশক নিয়োগ দেওয়া প্রসঙ্গে 

জনাব, 
সবিনয় নিবেদন এই যে, আমার দায়িত্বরত রংপুর ডিভিশনের দিনাজপুর রিজিওনের নীলফামারী টেরিটোরি নীলফামারী সদর এরিয়ায় *মেসার্স আপন ষ্টোরকে* নতুন পরিবেশক দিতে ইচ্ছুক।  মাননীয় উইং ম্যানেজার স্যার, আরএসআই ও টিএসও সহ নতুন পরিবেশক এর সাথে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন পরিবেশক নিয়োগের জন্য  উক্ত পরিবেশক এর যে সকল গুণাবলি ও সক্ষমতা আছে তা নিম্নরুপঃ-

*7 Qualities of Distributors:*
1. Capital: আছে এবং প্রয়োজনে ইনভেস্ট বাড়াবে।
2.Godown: নিজস্ব আছে। 
3. DSR: আছে। 
4. Office: আছে
5. Sales Document: নিজে সংরক্ষণ করে।
6. Tryvan: আছে। 
7.Van-Pular: আছে। 

*Responsibilities of Distributors:-*
১) প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট এর মাধ্যমে ক্যাশ লিফটিং নিশ্চিত করা।
২) প্রতিমাসে সর্বোচ্চ ৪ থেকে ৮ টি লিফটিং এর ব্যবস্থা করা।
৩) সার্বোক্ষণিক নূন্যতম ৭ দিনের ফ্লোর স্টক সংরক্ষণ করা।
৪)নিজস্ব ভ্যান এবং ডিএসআর এর মাধ্যমে অর্ডারকৃত পন্যের ডেলিভারি করার মাধ্যমে "অর্ডার কোম্পানির পরিবেশকের" পলিসি বাস্তবায়ন করা।
৫) Star+SBS+RUC আউটলেট নিজ দায়িত্বে যথাযথ প্রক্রিয়ায় যৌক্তিক এবং প্রয়োজনীয় ক্রেডিট প্রদানের সক্ষমতা ও সম্মতি থাকা।
৬) পণ্য সংরক্ষণ সহ পরিবেশকের যাবতীয় কার্যক্রম কোম্পানির নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন করা। 
৭) কোম্পানি+পরিবেশক+ মার্কেটের যাবতীয় সেলস ডকুমেন্টস যথাযথভাবে তৈরি করা এবং সংরক্ষণের ব্যবস্থা করা।

অতএব, মহোদয়ের নিকট বিনীত নিবেদন এই যে, উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে *মেসার্স আপন ষ্টোর* কে পরিবেশক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য বিনীতভাবে আবেদন করছি।

নিবেদক,

No comments:

Post a Comment

Re:

On Sat, 1 Mar 2025, 4:36 pm rasel rana, < mrrasel01744@gmail.com > wrote: