Tuesday, January 28, 2025

১. চুনাপাথরের উপর লঘু সালফিউরিক এসিড যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে?
ক CO২ খ H2
গ O2 ঘ SO২
২. নিচের কোনটি ক্ষার?
ক কোমল পানীয় খ লেবুর রস
গ সিরকা। ঘ কাপড়কাচা সোডা
৩. নিচের কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষার?
ক NH৪+ আয়ন খ OH- আয়ন
গ NH৩ ঘ H2O
৪. আমরা ভিটামিন 'সি' হিসেবে যে এসকরবিক এসিড খাই তা কী এসিড? (প্রয়োগ)
ক জৈব এসিড খ অজৈব এসিড
গ মৃদু এসিড ঘ খনিজ এসিড
৫. আমরা সচরাচর যেসব পানীয় ও ফলের রস পান করে থাকি সেগুলো- (অনুধাবন)
ক ক্ষারীয় পদার্থ খ অম্লীয় পদার্থ
গ লবণাক্ত পদার্থ ঘ নিরপেক্ষ পদার্থ
৬. কোন এসিড খাওয়া যায়? (অনুধাবন)
ক HNO3 খ HCl
গ H2SO৪ ঘ CH3COOH
৭. লঘু H2SO৪ দ্রবণে আয়রন গুঁড়া যোগ করলে কোন গ্যাসটি উৎপন্ন হয়? (প্রয়োগ)
ক SO২ খ SO৩
গ H2 ঘ O2
৮. ২HNO3→২X + H2O + [O] ; বিক্রিয়াটিতে X এর বর্ণ কীরূপ? (উচ্চতর দক্ষতা)
ক গোলাপি খ বাদামি
গ রক্ত লাল ঘ সবুজাভ
৯. কোনটি সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়ামের উপরে অবস্থিত? (অনুধাবন)
ক Zn খ Fe
গ Ca ঘ Pb
১০. ধাতব কার্বনেট + লঘু এসিড → লবণ + পানি + ণ; ণ এর সংকেত কোনটি? (প্রয়োগ)
ক CO খ CO২
গ H2CO৩ ঘ CO৩২-
১১. অনার্দ্র সাইট্রিক এসিডের ক্রিস্টালের ওপর শুষ্ক নীল লিটমাস পেপার স্পর্শ করালে কোনো পরিবর্তন হয় না কেন? (উচ্চতর দক্ষতা)
ক হাইড্রোজেন আয়ন নেই বলে
খ হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় বলে
গ পানি উৎপন্ন হয় বলে
ঘ কার্বন পরমাণুর উপস্থিতির জন্য
১২. যেসব এসিড জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তাদের কী বলে? (জ্ঞান)
ক জৈব এসিড খ আংশিক এসিড
গ তীব্র এসিড ঘ দুর্বল এসিড
১৩. জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয় কোনটি? (অনুধাবন)
কHCl খ H2CO৩
গ CH3COOH ঘ CH3OH
১৪. আমরা যে সাবান ব্যবহার করি তা তৈরি হয় কী থেকে? (জ্ঞান)
ক সোডিয়াম হাইড্রক্সাইড ও চর্বি
খ ক্যালসিয়াম অক্সাইড ও তেল
গ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ও গিøসারিন
ঘ ক্যালসিয়াম হাইড্রক্সাইড ও তেল
১৫. এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লিটমাস কাগজ নিরপেক্ষ হয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক লিটমাস কাগজ বিদ্যুৎ পরিবহনে সক্ষম বলে
খ বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয় বলে
খ বিক্রিয়ায় H+ ও OH- আয়ন পানিতে পরিণত হয় বলে
ঘ বিক্রিয়ায় অম্লীয় ও ক্ষারীয় ধর্ম তীব্র হয় বলে
১৬. অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণকে কী বলা হয়? (অনুধাবন)
ক ক্ষার খ এসিড
গ লবণ ঘ নির্দেশক
১৭. কোনটি ক্ষারকের উদাহরণ? (অনুধাবন)
ক NaOH। খ Ca(OH)২
গ Na2O ঘ Fe২O3
১৮. প্রস্রাবের pH মান কত থাকা প্রয়োজন? (জ্ঞান)
ক ৪ খ ৫
খ ৬ ঘ ৭
১৯. দেহত্বকের জন্য আদর্শ pH মান কত? (জ্ঞান)
ক ৫.৫ খ ৫.৬
গ ৫.৭ ঘ ৫.৮
২০. pH মান কোন সীমার মধ্যে থাকলে চুল উজ্জ্বল ও মসৃণ দেখায়? (জ্ঞান)
ক ২-৩ খ ৩-৪
গ ৪-৫ গ ৪-৬
২১. pH এর মান কত হলে চুলের কিউটিকলগুলো মসৃণ থাকে?
[রংপুর জেলা স্কুল]
ক ৪-৫ খ ৪-৬
গ ৪-৭ ঘ ৪-৮
২২. রক্তের pH এর মান কত? (জ্ঞান)
ক ৭.৩৫ থেকে ৭.৮০ খ ৭.৩৫ থেকে ৭.৭০
গ ৭.৩৫ থেকে ৭.৪৫ ঘ ৭.৫ থেকে ৮.৮
২৩. বৃষ্টির পানিতে pH এর মান কত? (জ্ঞান)
ক ৭ খ >৭
গ ৫.৬ ঘ ৬.৫
২৪. বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি উৎপন্ন হয়? (জ্ঞান)
ক NO খ N2ঙ
ক NO২ ঘ N2
২৫. কোন এসিডটি অত্যন্ত ক্ষণস্থায়ী? (জ্ঞান)
ক HCl গ HNO২
গ HNO3 ঘ H2SO৪
২৬. অন্তঃর্দহ ইঞ্জিনে পেট্রোলিয়াম পোড়ানোর সময় কোনটি উৎপন্ন হয়? (জ্ঞান)
ক NO খ NO২
গ SO২ ঘ SO৩
২৭. এসিড বৃষ্টির জন্য জলাশয়ের pH কত হয়? (জ্ঞান)
ক ৪ বা ৪-এর কম খ ৬ বা ৬-এর কম
গ ৭ বা ৭-এর কম ঘ ১৩ বা ১৩-এর কম
২৮. সালফার ট্রাইঅক্সাইড বায়ুমণ্ডলের পানির সাথে বিক্রিয়ায় উৎপন্ন করে- 
ক সালফিউরাস এসিড খ সালফার ডাইঅক্সাইড
গ‌ সালফিউরিক এসিড ঘ ওলিয়াম
২৯. সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে কী তৈরি করে? 
ক শিলা বৃষ্টি খ এসিড বৃষ্টি
গ ক্ষার বৃষ্টি ঘ বজ্র সৃষ্টি
৩০. কোনটি বৃষ্টির পানির সাথে মিশে এসিড রেইনের সৃষ্টি করে? 
ক সালফার ট্রাইঅক্সাইড খ কার্বন মনোক্সাইড
গ নাইট্রোজেন পেন্টাক্সাইড ঘ সালফার

No comments:

Post a Comment

Your ebook bargains for Friday

Your Deals: American Prometheus by Kai Bird and Martin J. Sherwin. A “tour de force” ( Los Angeles Times ) that inspired the Academy Award–w...